Terms & Conditions – MobileBazzBD
এই Terms & Conditions MobileBazzBD ওয়েবসাইট ব্যবহারের নিয়ম এবং শর্তসমূহ নির্দেশ করে। আমাদের ওয়েবসাইট (https://mobilebazzbd.com/) ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের শর্তগুলোর সাথে সম্মতি দিচ্ছেন। যদি কোনো শর্ত গ্রহণযোগ্য না হয়, তাহলে ওয়েবসাইট ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করছি।
1. সাধারণ শর্তাবলী (General Conditions)
-
MobileBazzBD যেকোনো সময় এই Terms & Conditions পরিবর্তন বা আপডেট করতে পারে।
-
আপডেট প্রকাশের সঙ্গে সঙ্গে তা কার্যকর হবে।
-
আমাদের পণ্য, দাম, নীতি, ওয়েবসাইট ফিচার পরিবর্তনের অধিকার MobileBazzBD সংরক্ষণ করে।
2. ওয়েবসাইট ব্যবহার (Use of Website)
-
আপনি শুধুমাত্র বৈধ উদ্দেশ্যে আমাদের ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন।
-
ওয়েবসাইটের কোনো অংশ হ্যাক, কপি, পরিবর্তন বা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা নিষিদ্ধ।
-
আমাদের কনটেন্ট—including লেখা, ছবি, ডিজাইন—অনুমতি ছাড়া কপি বা পুনর্বিতরণ করা যাবে না।
3. পণ্য তথ্য এবং প্রাপ্যতা (Product Information & Availability)
-
আমাদের ওয়েবসাইটে দেওয়া পণ্যের তথ্য আপডেট এবং নির্ভুল রাখার চেষ্টা করি, তবে কোনো ভুল বা টাইপো হতে পারে।
-
কোনো পণ্য স্টকে না থাকলে বা ডেলিভারি অসম্ভব হলে অর্ডার বাতিল করার অধিকার আমাদের রয়েছে।
-
প্রয়োজন হলে গ্রাহকের সাথে যোগাযোগ করে অর্ডার বাতিল বা পরিবর্তন করা হতে পারে।
4. মূল্য ও পেমেন্ট নীতি (Pricing & Payment)
-
ওয়েবসাইটে প্রদর্শিত মূল্য যেকোনো সময় পরিবর্তিত হতে পারে।
-
অর্ডার কনফার্ম হলে পেমেন্ট অবশ্যই নির্ধারিত পদ্ধতিতে সম্পন্ন করতে হবে।
-
ভুল মূল্যে প্রদর্শিত পণ্যের ক্ষেত্রে আমরা অর্ডার বাতিল বা সংশোধনের অধিকার রাখি।
5. অর্ডার ও ডেলিভারি (Order & Delivery)
-
অর্ডার দেওয়ার পর গ্রাহককে সঠিক ঠিকানা ও যোগাযোগ নম্বর প্রদান করতে হবে।
-
ডেলিভারি সময় এলাকায়ভেদে পরিবর্তিত হতে পারে।
-
পণ্য গ্রহণের সময় গ্রাহককে পণ্য ভালোভাবে চেক করতে হবে।
-
ডেলিভারির পর কোনো ক্ষতি/সমস্যার দায় সরাসরি MobileBazzBD-এর নয় (যদি হ্যান্ডলিং-এ সমস্যা হয়)।
6. রিটার্ন, রিফান্ড ও এক্সচেঞ্জ (Return, Refund & Exchange)
রিটার্ন বা রিফান্ড পলিসি আমাদের Return & Refund Policy পৃষ্ঠার নিয়ম অনুসারে হবে।
(ইতিমধ্যে আপনাকে সেই পেজ বানিয়ে দেওয়া হয়েছে)
7. তৃতীয় পক্ষের লিংক (Third-Party Links)
আমাদের ওয়েবসাইটে তৃতীয় পক্ষের ওয়েবসাইটের লিংক থাকতে পারে। এগুলোর কনটেন্ট বা নিরাপত্তার দায়িত্ব MobileBazzBD বহন করে না।
8. অ্যাকাউন্ট নিরাপত্তা (Account Security)
-
গ্রাহক তার অ্যাকাউন্টের ইউজারনেম/পাসওয়ার্ড গোপন রাখার জন্য সম্পূর্ণ দায়ী।
-
কোনো অননুমোদিত ব্যবহার হলে তাৎক্ষণিকভাবে আমাদের জানাতে হবে।
9. দায় পরিত্যাগ (Disclaimer)
-
আমরা পণ্যগুলোর সঠিক বিবরণ প্রদানে সর্বোচ্চ চেষ্টা করি, তবে কোনো ভুল হলে MobileBazzBD দায়ী নয়।
-
প্রযুক্তিগত সমস্যা বা সাইট ডাউনটাইমের কারণে কোনো অসুবিধার দায় MobileBazzBD নেবে না।
10. আইনগত বিষয় (Governing Law)
এই Terms & Conditions বাংলাদেশের আইন অনুযায়ী ব্যাখ্যা ও পরিচালিত হবে।
11. যোগাযোগ (Contact Information)
যেকোনো প্রশ্ন বা সহযোগিতার জন্য যোগাযোগ করুন—
📞 Phone: 01858354112
🌐 Website: https://mobilebazzbd.com/
MobileBazzBD ব্যবহার করার মাধ্যমে আপনি এই Terms & Conditions মেনে নিচ্ছেন।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ! 🙏